হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৩০ আগষ্ট ) সন্ধ্যায় সরকারি তোলারাম তোলারাম কলেজের শিক্ষা ক্যাডার অফিসার্স কাউন্সিল অডিটোরিয়াম এই আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি রতন কুমার দাস এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মিহির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস,উপাধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের আহ্বায়ক এডভোকেট ওয়াজেদ আলী খোকন ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.রাকিব হোসেন,না’গঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ছগীর আহম্মেদ সহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
মোনাজাত পরিচালনা করেন তোলারাম কলেজ মসজিদের ইমাম মাওলানা মো.আব্দুল মোমেন।