নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো.শহিদ বাদল ( ভিপি বাদল ) এর সুস্থতা কামনা করে ‘ভিপি বাদল ল’ এসোসিয়েট এর আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৯ আগষ্ট ) বাদ যোহর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও জজ কোর্ট মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মো শহিদ বাদল এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
ভিপি বাদল ল’ এসোসোসিয়েট সদস্য ও ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবু তাহের রানা,এডভোকেট শেখ মো.জসিমউদদীন,এডভোকেট মো. ফিরোজ মিয়া’র সার্বিক ব্যবস্থাপনায় মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মুফতি দেলোয়ার হোসেন সরকার।