সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়া ও নুরুল ইসলাম সরদারের সুস্থতায় খাশি সাদকা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সনমান্দীতে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ‘জনতা আগে, নেতা পরে’: নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে আধুনিক রোডম্যাপ ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের ফতুল্লায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মাদ্রাসার ছাত্রদের নিয়ে মোহাম্মদ আলীর কোরআন খতম ও দোয়া নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি থাকবো ইনশাআল্লাহ; কোন গুজবে কান দিবেন না -মুফতি মাসুম বিল্লাহ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত নির্বাচনী পরিচালনা কমিটির সাথে যুব ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জামায়াত শুধু স্বাস্থ্যসেবা নয়,ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে – মইনুদ্দিন আহমাদ ত্বকী হত্যার ১৫৩ মাস: বিচারহীনতার প্রতিবাদে সোমবার আলোক প্রজ্বলন কর্মসূচি অসুস্থ আনিসুল ইসলাম সানির পাশে হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ, দেশবাসীর দোয়া চাইলেন না’গঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক রেজা রিপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৯ 🪪

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আপসহীন এই নেত্রীর আশু রোগমুক্তি কামনায় তিনি দেশবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেছেন।

গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। গত কয়েক বছর ধরে তিনি নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। শত প্রতিকূলতা ও চিকিৎসাগত প্রতিবন্ধকতার মধ্যেও তিনি অসীম ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছেন।’

তিনি আবেগময় কণ্ঠে বলেন, ‘আজ আমাদের মা খালেদা জিয়া অসুস্থ। আল্লাহ তায়ালা একমাত্র শিফা দানকারী। তিনি চাইলে সবচেয়ে কঠিন রোগও সহজে দূর করে দিতে পারেন। আমি সকলের প্রতি আহ্বান জানাই, আপনারা আন্তরিকতার সঙ্গে উনার সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করুন।’

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক খালেদা জিয়া যেন আবারও সুস্থ হয়ে দেশ ও জাতির কল্যাণে নেতৃত্ব দিতে পারেন এবং বাংলাদেশ যেন ন্যায়, অধিকার ও উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে—সেই দোয়াও সবার কাছে প্রত্যাশা করছি।

উল্লেখ্য, ফুসফুসে সংক্রমণ (চেস্ট ইনফেকশন) জনিত কারণে গত রোববার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে এর আগে গত ৭ জানুয়ারি তিনি লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে দেশে ফিরে আসেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102