বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিম্ন আয়ের মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লায় বেগম জিয়ার সুস্থতা কামনায় জেলা ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল  দেশের কল্যাণে সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান  – হাফেজ ইসমাইল বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও শ্রমজীবিদের মাঝে ইফতার বিতরণ স্নানউৎসবের প্রস্তুতি সভায় উত্তেজনায় ডিসি ও পুলিশ সুপার এর বিরক্তি প্রকাশ সিদ্ধিরগঞ্জে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল ফতুল্লায় সাত বছর বয়সী শিশু মুস্তাকিন অপহরণ ও হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার শামীম ওসমানের পরিবারের প্রতিষ্ঠান ‘কে টেলিকম’র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী নাদিম এর চাপাতির আঘাতে মাহাবুবুর রহমান মোল্লা গুরুতর আহত সনাতনী সম্প্রদায়ের মধ্যে বিভেদ থাকুক এটা কেউ চায়না – জয় কে রায় চৌধুরী বাপ্পী

১৫ আগষ্ট ও ২১ আগষ্ট উপলক্ষে না’গঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৪৪০ 🪪

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ আগষ্ট) বাদ আছর নগরীর ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি. এম. আরাফাত।

প্রধান অতিথির বক্তব্যে জি. এম. আরাফাত বলেন- যার জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। আমরা পেতাম না একটি স্বাধীন ভূখন্ড। যার ২৬ মার্চের ভাষণে উদ্বেলিত হয়ে জনগণ স্বত্বঃস্ফূর্তভাবে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। জাতির সেই শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা হত্যা করেছি। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। আমরা একটি অকৃতজ্ঞ জাতি। অথচ তারই কন্যা শেখ হাসিনা এদেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন।

জি. এম. আরাফাত আরও বলেন- ২০০৪ সালের ২১ আগষ্ট তারেক জিয়া ও লুৎফর রহমান বাবরের নেতৃত্বে তাকেও গ্রেনেড হামলার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়। বার বার তাকে হত্যার জন্য গুলি করা হয়েছিল, বোমা মারা হয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ কৃপায় তিনি বেচেঁ আছেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে, তার পিতা হত্যার প্রতিশোধ নিবেন এবং এ জাতিকে একটি উন্নত রাষ্ট্র উপহার দিবেন। আজকে দেখুন বাংলাদেশের উন্নয়নের চিত্র। দেশের এমন কোন জেলা নেই যেখানে তার উন্নয়নের ছোঁয়া লাগেনি। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী, সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করেছেন। তাই আসুন আমরা সকলে মিলে সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করি।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মোনাজাতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট নারকীয় গ্রেনেড হামলায় শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আক্তারুল ইসলাম রয়েল’র সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাব্বির আহমেদ সাগর, সাবেক সহ-সভাপতি মোঃ নূরুজ্জামান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সদস্য সাখাওয়াত হোসেন সুমন, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সুমন বিশ্বাস ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি জামির হোসেন রনি,জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.আল আমিন,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তাহের উদ্দিন সানি, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিউল বাসার বাবু, রাসেল শিকদার,জুয়েল খান,খালিদ আহমেদ,মো.আকরাম,এস এম সুমন,মো.মাহমুদুল, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রানা আহমেদ রবি, মো. আক্তার হোসেন, শেখ শরীফুদ্দিন সানি,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বিল্লাল হোসেন, মো. ইথুন ইসলাম ,মো. আরাফাত, মো. নিলয়,ইন্দ্রজিৎ রায়,ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা হ্রদয়,নিশাদ,রিগ্যান, মো.সুমন প্রধান,সিডনি চৌধুরী,বাস্তব সাহা,জামাল হোসেনসহ অন্যান্য নেতা-কর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102