হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু’র উদ্যোগে দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ আগষ্ট ) নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী’র রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
দোয়া ও গণভোজে উপস্থিত ছিলেন, ফডুল্লা থানা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ,দপ্তর সম্পাদক ইফতেখার আহমেদ শাহীন,৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন, আব্দুর রফিক নান্নু,সহ-সভাপতি তারা মিয়া,পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ নাজির হোসেন,যুবলীগ নেতা শাহজালাল মাইকেল,আব্দুল কাদির,মো.শফিক,মো.আমির,মো.আওলাদসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজিত অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শাহাদাত বরণকারী সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা কয়ে বিশেষ দোয়া মোনাজাত শেষে রান্না করা খিচুড়ী বিতরণ করা হয়।
মোনাজাত পরিচালনা করেন রাজাপুর কেন্দ্রীয় বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি শায়েখ মুহিবব্বুল্লাহ ওসমান আউলিয়াপুরি।