হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুসলিম নগরে দোয়া ও নেওয়াজ বিতরন।
শনিবার (১৯ আগষ্ট) দুপুর ২টায় এনায়েত নগর ৩নং ওয়ার্ডের মুসলিম নগর এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এনায়েত নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইব্রাহিমের উদ্যোগে ও সভাপতিত্বে দোয়া ও নেওয়াজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ দেশে জন্ম হয়েছিলে বলেই আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তাকে পাকিস্তানীরা হত্যা করতে সাহস পায়নি। কিন্তু দেশ স্বাধীন হওয়ার মাত্র সাড়ে তিন বছরের মাথায় এ দেশেরই কিছু কুলাঙ্গার পরিবারসহ তাকে নির্মমভাবে হত্যা করে। সে সময় লন্ডনে থাকার কারনে ভাগ্যক্রমে বেঁচে যান জননেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা।
তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে দেশের যে উন্নয়ণ করেছেন, তা উন্নয়নের রোড মডেল। বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে জননেত্রী শেখ হাসিনাকে। স্বাধীনতা যুদ্ধে পরাজিত পাকিস্তানের দোসররা ২০০৪ সালের ২১শে আগষ্ট ঢাকায় আওয়ামীলীগের একটি জনসভায় গ্রেনেট হামলা চালিয়েও তাকে হত্যা করতে চেয়েছিলো। কিন্তু সেবারও আল্লাহ’র অশেষ রহমতে তিনি প্রাণে বেঁচে যান।
তিনি এ দেশের প্রধানমন্ত্রী হয়ে অনেক উন্নয়ন করেছেন। যা আমাদের দেশেতো বটেই বিশ্ববাসীর কাছেও গর্বের বিষয়। তাই আবার আসুন এ নেত্রীকে প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়নের অগ্রগতিকে চলমান রাখি।
এ সময় উপস্থিত আরও ছিলেন, এনায়েত নগর ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো: শাহজাহান, এনায়েত নগর ইউনিয়ন যুবলীগ নেতা মুনসুর, হেলাল, মহিন, আশিকসহ প্রমূখ।