নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, এই দুর্বৃত্তের কবল থেকে দেশকে মুক্ত করতে হবে। আর তাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবশ্যই মুক্ত করতে হবে। এই সরকার বেগম খালেদা জিয়াকে মুক্তি দিবে না, তারা বেগম খালেদা জিয়াকে ভয় পায়। তাই বেগম খালেদা জিয়াকে আমাদেরই মুক্ত করে আনতে হবে। আমরা এই সভা থেকে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি।
শনিবার (১৯ই আগস্ট) বিকেল ৩ টায় খানপুর হাসপাতাল সড়কে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি পালন কালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্দলিয় সরকারের অধিনে নির্বাচন, শেখ হাসিনার পদত্যাগ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচি পালন করে নারায়নগন্জ মহানগর বিএনপি।
এসময় নারায়নগন্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. জাকির হোসেন, মোঃ মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মোঃ রেজা রিপন, সদস্য এ্যাড, রফিক আহমেদ, হাবিবুর রহমান দুলাল, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ,সদস্য মহিউদ্দিন আহমেদ শিশির, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম আনোয়ার প্রধান, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল,সেচ্ছাসেবক দলের নেতা মোঃ দুলাল হোসেন, আব্দুর রশিদ, মহানগর বিএনপির অংঙ্গসংগঠনের নেতাকর্মী সহ প্রমুখ।