রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘জনতা আগে, নেতা পরে’: নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে আধুনিক রোডম্যাপ ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের ফতুল্লায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মাদ্রাসার ছাত্রদের নিয়ে মোহাম্মদ আলীর কোরআন খতম ও দোয়া নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি থাকবো ইনশাআল্লাহ; কোন গুজবে কান দিবেন না -মুফতি মাসুম বিল্লাহ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত নির্বাচনী পরিচালনা কমিটির সাথে যুব ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জামায়াত শুধু স্বাস্থ্যসেবা নয়,ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে – মইনুদ্দিন আহমাদ ত্বকী হত্যার ১৫৩ মাস: বিচারহীনতার প্রতিবাদে সোমবার আলোক প্রজ্বলন কর্মসূচি অসুস্থ আনিসুল ইসলাম সানির পাশে হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহ আলমের উদ্যোগে দোয়া মাহফিলে বক্তাবলী বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ আড়াইহাজারে আমরা নারায়ণগঞ্জ এর সন্তান সংগঠন এর আয়োজনে ‘ নদী বাঁচাও পরিবেশ বাঁচাও বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক সেমিনার

ডেঙ্গু মোকাবিলায় বাবুলের উদ্যোগ: খানপুর হাসপাতালে কিট অনুদান ও পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১২০ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী এবং প্রাইম গ্রুপের চেয়ারম্যান, সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য কিট অনুদান এবং হাসপাতালের দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. আবুল বাশারের হাতে প্রায় এক হাজার ডেঙ্গু টেস্ট কিট তুলে দেন আবু জাফর আহমেদ বাবুল। একইসাথে, তিনি হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনের কার বেসমেন্টে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন, যা মশার প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করছিল।

কিট অনুদান নিয়ে আয়োজিত সংক্ষিপ্ত সভায় হাসপাতাল কর্তৃপক্ষ দুইজন পরিচ্ছন্নকর্মী দাবি করলে আবু জাফর আহমেদ বাবুল তাতে সম্মতি প্রকাশ করে বলেন, এই হাসপাতালটি আমার বাড়ির খুবই কাছে হওয়ায় আমার দায়িত্ব সব সময় ছিল। আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ্ হাসপাতালের উন্নয়নে সাধ্য মতো কাজ করে যাবো।

এই কার্যক্রমের অংশ হিসেবে বাবুল খানপুর হাসপাতালের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এবং মশক নিধনে তিনি প্রাইম ওয়াশিং প্লান্টের কর্ণধার জহির আহমেদ সোহেলের নেতৃত্বে স্বেচ্ছাসেবকদের নিয়ে কাজ করেন।

এ বিষয়ে গণমাধ্যমকে জহির আহমেদ সোহেল বলেন, “আবু জাফর আহমেদ বাবুল সব সময়ই জনসেবার মানসিকতা নিয়ে কাজ করেন। খানপুর হাসপাতালের ডেঙ্গু কিটের প্রয়োজন এবং অপরিচ্ছন্নতা দেখে তিনি দ্রুত পদক্ষেপ নিয়েছেন। আমরা স্বেচ্ছাসেবকরা তার নেতৃত্বে হাসপাতালের পরিবেশ উন্নত করতে পেরে আনন্দিত। আশা করি, এই উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধে এবং রোগীদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102