বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে গনতন্ত্র প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে এ কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। শনিবার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন । তিনি বলেন, যারা নির্বাচনে জয়ী হতে পারবে না তারাই পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
তিনি আরো বলেন, আজ স্বৈরাচার বিরোধী চূড়ান্ত আন্দোলনের চতুর্থ দিন। ২০২৪ সালে এমনই একদিনে আন্দোলনরত অবস্থায় ছিলাম।
এক দফা আন্দোলনে বুলেটের সামনে বুক পেতে দিয়েছে যারা নিহত হয়েছেন তাদের আজকে স্মরণ করি এবং তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করি।
যারা জীবনের জন্য পঙ্গুত্ববরণ করেছেন মহান আল্লাহ পাকের নিকট এই কামনা তাদেরকে যেন আল্লাহ দয়া করেন এবং সুস্থতা দান করেন। ১৬ বছর পর্যন্ত স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। চূড়ান্ত আন্দোলন হওয়া ৩৬ দিনব্যাপী পহেলা জুলাই থেকে ৫ ই আগস্ট পর্যন্ত। অনেক রক্ত অনেক ত্যাগ অনেক মানুষের আত্মাহতির বিনিময়ে আমরা ৫ ই আগস্ট সৈরাচারমুক্ত হয়েছি।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, থানা বিএনপির সহ সভাপতি গোলাম মুহাম্মাদ সাদরিলসহ বিএনপির নেতাকর্মীরা।