নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত সদর থানা বিএনপির আওতাধীন ১৩নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ পূর্বে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
শনিবার ( ৫ জুলাই ) বিকেল চারটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারে ১৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাষ্টার মাইন্ডে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশের মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পরবর্তীতে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। আমরা শেখ হাসিনার কারনে ১৬টি বছর ভোট দিতে পারেনি। আমাদের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। কিন্তু এই সরকার সংস্কারের নামে নির্বাচনকে নিয়ে তাল বাহানা করছে। আমি একটি কথা পরিস্কার করে বলতে চাই আপনি একজন সম্মানিত ব্যক্তি। দেশ বিদেশে আপনার অনেক সুনাম রয়েছে। সুতরাং আপনি এমন কিছু করবেন না যেনো শেখ হাসিনার মতো আপনাকে পালিয়ে যেতে হয়।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬টি বছর যারা খুনি শামীম ওসমান – সেলিম ওসমান ও গডমাদার আইভীর দোসর এবং যারা জুলাই – আগষ্টে নিরীহ ছাত্র – জনতার উপরে হামলা ও গুলি চালিয়েছিল সেই সকল সন্ত্রাসীদেরকে সদস্য করবেন না। শুধু তাই নয় আওয়ামী লীগের এসকল খুনিদের সাথে যাদের ছবিও রয়েছেন তাদেরও বিএনপির সদস্য করবেন না। কারণ এই ১৩নং ওয়ার্ডে অনেক আওয়ামী লীগের দোসর রয়েছে। তাদেরকে কোন রকমেই যেন সদস্য করা না হয়।
মহানগর ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এড. শেখ আনজুম আহমেদ রিফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিরা সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডাঃ মজিবুর রহমান, রাশিদা জামাল, মাকিত মোস্তাকিম শিপলু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ, আলমগীর হোসেন চঞ্চল, আক্তার হোসেন, ১৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ সোহেল, যুগ্ম সম্পাদক সোহেল বেপারী, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন প্রমুখ।