নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারভেজ হাসান নামে এক ইলেকট্রিশিয়ানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হামলার দুই দিন পর শনিবার (৫ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের আমলাবো এলাকায় তাকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।
নিহত পারভেজ পাবনা জেলার সদর থানার সুপচর এলাকার মজিদ সরকারের ছেলে। তিনি আমলাবো এলাকার আজিজ মোল্লার বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনার দিন বিকেলে ওই ভবনের আরেক ভাড়াটিয়ার কিশোর ছেলে সিয়াম (১৪) ছাদে খেলতে গিয়ে পারভেজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। সিয়ামের চিৎকারে বাড়ির অন্যান্য বাসিন্দা ও আশপাশের লোকজন ছুটে আসেন। তারা গুরুতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, “ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দুপুরের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে ছাদে কুপিয়ে ফেলে রেখে যায়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।