নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবা মাহবুব হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে মো. ইয়াসিনের (২২) বিরুদ্ধে। ঘটনার একদিন পর পালিয়ে থাকা অভিযুক্ত ছেলেকে পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) সকালে রূপগঞ্জের হাটাব ওয়াটা কেমিক্যাল মাদরাসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছিল গত শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইয়াসিন তার বাবা, কৃষক মাহবুব হোসেনের কাছে একটি মোটরসাইকেল কেনার জন্য টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইয়াসিন ঘরে থাকা হাতুড়ি দিয়ে বাবা মাহবুব হোসেনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় পরিবারের অন্য সদস্যরা মাহবুব হোসেনকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল পরিবারের সদস্যদের অগোচরেই ইয়াসিন বাড়ি থেকে পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ঘটনার পর ইয়াসিন রূপগঞ্জে তার ছোট ভাইয়ের মাদরাসায় গিয়ে তার সাথে দেখা করার উছিলায় সেখানে ঘোরাঘুরি করছিল। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় মাদরাসার ছাত্ররা তাকে চিনে ফেলে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় নিহত মাহবুব হোসেনের স্ত্রী ও ঘাতক ইয়াসিনের মা রাশিদা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওসি খন্দকার নাসির উদ্দিন আরও বলেন, “গ্রেপ্তারকৃত ইয়াসিনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। এই হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ এবং তার মনস্তাত্ত্বিক অবস্থা খতিয়ে দেখতে তদন্ত চলছে।”