নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন’-এর উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) উপজেলার মনোরম পরিবেশে অবস্থিত ‘গ্রামের বাড়ি পার্ক’-এ এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. মাহাবুব রহমান মাহাবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. ফারুকুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন রূপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতিন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মজিবুর রহমান বলেন, “জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলোর ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য। এই নতুন কমিটি রূপগঞ্জের স্বাস্থ্যখাতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
প্রধান বক্তা ডা. ফারুকুল ইসলাম নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “সকল নিয়ম-নীতি মেনে স্বচ্ছতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টা রূপগঞ্জের স্বাস্থ্যসেবার মানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং রোগীদের আস্থা অর্জনে সহায়ক হবে।”
সভাপতির বক্তব্যে মো. মাহাবুব রহমান মাহাবুব বলেন, “আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে অঙ্গীকারবদ্ধ। রূপগঞ্জের সকল হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের নিয়ে আমরা একযোগে কাজ করে এই সেক্টরের সব সমস্যা সমাধান করতে চাই।”
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় রূপগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিচিতি পর্ব শেষে এক প্রীতিভোজে অংশ নেন সবাই, যা সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। বক্তারা আশা প্রকাশ করেন, এই নতুন কমিটি তাদের কার্যক্রমের মাধ্যমে রূপগঞ্জবাসীর জন্য উন্নত ও সুলভ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।