নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা করছে এবং সময়ক্ষেপণ করছে। তিনি বলেন, বিএনপিই অতীতে দেশে সংস্কারের সূচনা করেছে এবং সেই ধারা অব্যাহত রেখেছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নগরীর পাইকপাড়া জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত সদর থানা বিএনপির ১৭নং ওয়ার্ড শাখার প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট টিপু বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ‘সংস্কার সংস্কার’ বলে চিৎকার করছে, কিন্তু তারা সংস্কার ছাড়া নির্বাচন দেওয়ার কথা ভাবছে না। সংস্কারের নামে এই তালবাহানা বাংলাদেশের বিশ কোটি মানুষ মেনে নেবে না। আপনারা আজ যে সংস্কারের কথা বলছেন, এই সংস্কার বিএনপি বহু পূর্ব থেকেই করে আসছে।”
তিনি সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের শাসনামলের কঠোর সমালোচনা করে বলেন, “১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি শেখ মুজিব সংসদে দাঁড়িয়ে একনায়কতন্ত্র ও বাকশাল কায়েম করেছিলেন। চারটি সংবাদপত্র রেখে বাকি সব বন্ধ করে দিয়ে তিনি গণতন্ত্র ও গণমাধ্যমের কণ্ঠরোধ করেন। তিনি মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন, সংসদে দাঁড়িয়ে ‘কোথায় সিরাজ সিকদার’ বলে হুমকি দিয়েছিলেন এবং বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন।”
টিপু আরও বলেন, “তাদের সৃষ্ট দুর্ভিক্ষের কারণে সেদিন পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে কুকুর ও মানুষকে একসাথে খাবার খেতে হয়েছিল এবং রংপুরের বাসন্তীকে লজ্জা নিবারণের জন্য জাল পরিধান করতে হয়েছিল।”
অন্যদিকে, জিয়াউর রহমানের প্রশংসা করে তিনি বলেন, “জিয়াউর রহমান কোনো লোভ-লালসা না করে ব্যারাকে ফিরে গিয়েছিলেন। পরবর্তীতে ১৯৭৫ সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে তিনি বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র চালু করেন।”
বিএনপির সংস্কারের ধারাবাহিকতা তুলে ধরে টিপু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে সংস্কার করেছেন। এরপর ২০২৩ সালের ১৩ই জুলাই ৩১ দফা রাষ্ট্র কাঠামো রূপরেখা ঘোষণার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও দেশকে সংস্কারের পথে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। সুতরাং, টালবাহানা বন্ধ করে দ্রুত দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।”
অনুষ্ঠানে মহানগর ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাসান নাঈমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কাজী রুবায়েত হোসেন সায়েম, আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিন শিপলু, ১৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান মন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক পলাশ প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।