নারায়ণগঞ্জের বন্দর সেন্ট্রাল ঘাটে নদী পারাপারে ব্যবসায়ীদের মালামালের ওপর ধার্যকৃত জমা (টোল) মওকুফ করা হয়েছে। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খানের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৩০ জুন) সন্ধ্যায় বন্দর সেন্ট্রাল ঘাটের ইজারাদার দিদার খন্দকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে দিদার খন্দকার জানান, “শহর ও বন্দরের সকল ব্যবসায়ীদের সুবিধার জন্য এই ঘোষণা দেওয়া হয়েছে। এখন থেকে সেন্ট্রাল বন্দর ঘাটে নদী পারাপারের সময় কোনো প্রকার মালামালের ওপর জমা নেওয়া হবে না।” তিনি আরও যোগ করেন, “বিএনপির নেতা জাকির খানের সরাসরি নির্দেশেই আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি।”
এই ঘোষণার ফলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এতদিন ধরে ঘাটে মালামাল পরিবহনের জন্য তাদের অতিরিক্ত অর্থ খরচ করতে হতো। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ায় তাদের ব্যবসার খরচ কিছুটা কমবে এবং ব্যবসার গতি আরও বাড়বে বলে আশা করছেন তারা।