বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্বকী হত্যা ও দীর্ঘ বিচারহীনতার ১৪৮ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন না’গঞ্জে বৃক্ষমেলায় সেরা নার্সারীর পুরস্কার পেলো ভাই ভাই নার্সারী মেঘনা নদীর দূষণ নিয়ন্ত্রণে সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে আড়াইহাজারে হেফাজতের দোআ মাহফিল অনুষ্ঠিত অন্তবর্তীকালীন সরকার সংস্কার সংস্কার বলে নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে: টিপু  নবজাতক শিশুকে চারাগাছ উপহার দিয়ে শুভেচ্ছা জানালেন ইউএনও ফারজানা রহমান আগামী দিনে তরুন প্রজন্ম নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই : মামুন মাহমুদ  ব্যবসায়ী সাঈদের উপর হামলার প্রতিবাদে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নিন্দা  সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকাসক্ত ব্যক্তির বিএনপিতে ঠাঁই নেই: এড. সাখাওয়াত সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় যৌথবাহিনীর অভিযান

ফতুল্লায় র‍্যাবের পৃথক অভিযানে বিপুল দেশীয় অস্ত্র, মাদক ও মুদ্রাসহ নারীসহ দুজন আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৬৩ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব-১১ পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা, গাঁজা, ফেনসিডিল এবং দেশি-বিদেশি মুদ্রাসহ এক নারীসহ মোট দুজনকে আটক করেছে। রবিবার (২৯ জুন ) সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়।

র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম অভিযানটি রবিবার সন্ধ্যা ৭টায় ফতুল্লার দক্ষিণ মাসদাইর এলাকায় চালানো হয়। সেখান থেকে মোঃ আল আমিন (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম ইয়াবার গুঁড়া, ১০০ গ্রাম গাঁজা এবং এক বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এছাড়াও, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫ হাজার ৭২০ টাকা এবং বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন দীর্ঘদিন ধরে আর্থিক লাভের জন্য ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে স্বীকার করেছে।

এর কিছুক্ষণ পরই সন্ধ্যা সাড়ে ৭টায় র‍্যাব আরেকটি অভিযান পরিচালনা করে ফতুল্লার মাসদাইর ছোট কবরস্থান এলাকায়। এই অভিযানে রেনু রিনা (৫৫) নামে এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি ছোরা, ২টি চায়নিজ কুড়াল, ১টি লোহা কাটার, সাইকেলের চেইন লাগানো দুটি লোহার পাইপ এবং একটি নকুল ডাস্টার। এছাড়া তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজাও জব্দ করা হয়। র‍্যাবের জিজ্ঞাসাবাদে রেনু রিনা জানায়, সে দীর্ঘদিন ধরে এলাকায় হুমকি ও ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা ও সরবরাহ করে আসছিল।

আটককৃত আল আমিন ও রেনু রিনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ জানিয়েছে, মাদকের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িতদের ধরতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102