শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিতাইগঞ্জ এলাকায় ৫ আসনের এমপি প্রার্থী সিরাজুল মামুনের গণসংযোগ সেদিন যারা আমাকে হত্যা করতে চেয়েছিল, তারা বিএনপির কেউ নয়: এড. টিপু এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ জিয়া পরিবারকে নিয়ে কটুক্তি এদেশের জনগণ মেনে নিবে না-আতাউর রহমান না’গঞ্জ-৪ আসনে রিকশা প্রতীকে মনোনয়ন পেলেন হাফেজ মাওলানা আবু সাঈদ সিদ্ধিরগঞ্জ বিহারি ক্যাম্পে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক অনুদান প্রদান জুলাই দিবস উপলক্ষে শহীদদের স্মরনে না’গঞ্জ ডক্টরস ফোরামের দোয়া অনুষ্ঠিত সাংবাদিক জুয়েল রানার পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন  তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বন্দরে যুবদল নেতা হুমায়ুন কবিরের নেতৃত্বে বিক্ষোভ শহীদদের আত্মত্যাগ বুকে ধারণ করার আহ্বান জেলা প্রশাসকের

সিদ্ধিরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১২০ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক সাড়াশি অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজার বিশাল চালানসহ আমির নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিচালিত এই অভিযানে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এই বিপুল পরিমাণ মাদক জব্দের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নারায়ণগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, তাদের কাছে তথ্য ছিল যে ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদকের একটি বড় চালান নারায়ণগঞ্জে প্রবেশ করবে। সেই গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ১১টার দিকে ডিএনসির একটি চৌকস দল সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত জোনাকি ফিলিং স্টেশনের সামনে সতর্ক অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর সেখানে আমির নামে ওই মাদক ব্যবসায়ী গাঁজার চালান নিয়ে উপস্থিত হলে ডিএনসির সদস্যরা তাকে ঘিরে ফেলে এবং তার সাথে থাকা বস্তা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে।

এই ঘটনায় রোববার দুপুরে ডিএনসির একজন কর্মকর্তা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত আমির ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শ্যামবাড়ি দক্ষিণপাড়ার বাসিন্দা আবু সাঈদের পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিএনসি জানতে পেরেছে, আমির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তাকে এই অঞ্চলের একজন ‘মাদক সম্রাট’ হিসেবেও অনেকে চেনে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা বা এই চক্রের সাথে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102