রোববার (২৯ জুন) নারায়ণগঞ্জ কলেজ কেন্দ্রের সামনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ছাত্রদের পরীক্ষার পরপরই পরীক্ষার্থীদের মাঝে পানি ও ওরাল স্যালাইন তুলে দেন এড. টিপু।
আয়োজনের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহানগর ছাত্রদলের সংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন শাহ। তিনি জানান, “কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে সারাদেশেই এমন মানবিক কর্মসূচি পালিত হচ্ছে। আমরা পরীক্ষার্থীদের পাশে থেকে উৎসাহ দিতে চাই।”
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসিফ, সহ-সভাপতি জিতু ও মোঃ শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তীব্র গরমে পরীক্ষার্থীদের মুখে তৃপ্তির হাসি এনে দিতে ছাত্রদলের এমন আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। একজন অভিভাবক বলেন, “রাজনীতির এই রকম মানবিক রূপ সত্যিই অনুপ্রেরণাদায়ক।”