নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন এবং জনদুর্ভোগ কমাতে ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় ড্রেন ও নালা পরিষ্কারের কার্যক্রম চালানো হয়েছে। শুক্রবার (২৭ জুন) ফতুল্লার লালপুর এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর নির্দেশনায় এবং জেলা প্রশাসনের গৃহীত ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লা ইউনিয়ন পরিষদ এই উদ্যোগ বাস্তবায়ন করে। পরিচ্ছন্নতা কার্যক্রমটি সরাসরি তদারকি করেন স্থানীয় ইউপি সদস্য মাইনুদ্দিন।
এদিন ইউনিয়নের নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীরা লালপুর এলাকার প্রধান ড্রেন ও নালাগুলো থেকে আবর্জনা ও মাটি অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকার ড্রেনগুলো অপরিষ্কার থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যেত, যা জনসাধারণের চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্টি করত।
এই কার্যক্রমের ফলে লালপুর পাম্পের মাধ্যমে সেচ দেওয়া পানি দ্রুত নিষ্কাশিত হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে বর্ষা মৌসুমে অতিবর্ষণ বা সামান্য বৃষ্টিতেও রাস্তায় পানি জমে সৃষ্ট জনদুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।
তদারকির দায়িত্বে থাকা ইউপি সদস্য মাইনুদ্দিন বলেন, “ইউএনও মহোদয়ের নির্দেশনায় আমরা এই কাজটি শুরু করেছি। লালপুর এলাকার জলাবদ্ধতা একটি দীর্ঘদিনের সমস্যা। এই পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পানি চলাচল স্বাভাবিক হলে এলাকাবাসী এর সুফল পাবে। জনগণের ভোগান্তি কমাতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।