বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর গণসংযোগ  গোপালগঞ্জে এনসিপি’র উপর হামলার প্রতিবাদে সাইনবোর্ড এলাকায় মহাসড়ক অবরোধ গাছ শুধু রোপন করলেই হবে না এটিকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখতে হবে – মাওলানা আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে সৎ মাকে হত্যার ২৪ ঘন্টার মধ্যে দুই ছেলকে গ্রেপ্তার করলো র‍্যাব বিগত ছয় মাসে না’গঞ্জের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরলেন ডিসি দুই শহীদ পরিবারের খোজঁ নিলেন জামায়াত নেতা মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগে মোবাইল কোর্ট অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা যারা কটুক্তি করেন তারা সাবধান হয়ে যান : এড.টিপু কাশীপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ ইউএনও এর উদ্যোগে নবজাতকের নামে বৃক্ষরোপণ

ডাঃ জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে জাকির খানের পক্ষে বৃক্ষরোপণ ও মানবিক উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৭৮ 🪪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ, চারা বিতরণ এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের মতো মানবিক কর্মসূচি পালন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির নেতা জাকির খানের পক্ষ থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক ও এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুমন মাহমুদ।

শনিবার ২৮ জুন বিকালে ফতুল্লার মাসদাইর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয় এবং সাধারণ মানুষের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে এবং ডাঃ জোবায়দা রহমানের জন্মদিনের শুভেচ্ছা হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি, চলমান করোনা মহামারির বিস্তার রোধ এবং তীব্র গরমে জনজীবনে স্বস্তি দিতে এক বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সাধারণ পথচারী, রিকশাচালক এবং বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও মাস্ক বিতরণ করা হয়।

এ বিষয়ে হাজী সুমন মাহমুদ বলেন, “দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডাঃ জোবায়দা রহমান একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিয়োজিত। তাঁর জন্মদিনে আমরা এমন একটি কর্মসূচি পালন করতে চেয়েছি, যা সাধারণ মানুষের উপকারে আসে। আমাদের নেতা জাকির খানের নির্দেশে পরিবেশ রক্ষা এবং প্রতিকূল আবহাওয়ায় মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছি।”

এসময় উপস্থিত ছিলেন, এনায়েত নগর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো.হারুন, সদস্য  মো.জাফর, বিএনপি নেতা মো.সেন্টু,মো.সালাম, ইউনিয়ন যুবদল নেতা সাদ্দাম হোসেন, শাকিল খন্দকার, আব্দুর রাহীম,রায়হান ইসলাম, মো.কাউছার, আল আমিন শেখ মো.অনিক,মো.পলাশ,মো.ইমন,মো.করিম মো.কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এই কর্মসূচি পালিত হয়। জাকির খানের পক্ষে হাজী সুমন মাহমুদের এই সামাজিক ও মানবিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102