শুক্রবার(২৭জুন) বিকেলে উপজেলায়া সনমান্দী ইউনিয়নে চরুভুলুয়া এলাকায় সনমান্দী ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সনমান্দী ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম বিল্লাহ হোসেন চেয়ারম্যানের পুত্র মাসুম বিল্লাহ্।
প্রধান অতিথি বক্তব্য মাসুম বিল্লাহ বলেন,”মাদক নির্মূলে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রচেষ্টাই যথেষ্ট নয়। সুষ্ঠু ও সুন্দর মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সমাজের সবাইকে স্ব স্ব অবস্থান থেকে মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদেরকে অসুস্থ জীবন থেকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে”।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সনমান্দী ইউনিয়ন শ্রমিক দলের নেতা মকবুল আহমেদ,সনমান্দী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন শিকদার, সনমান্দী ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি আওলাদ হোসেন,
সনমান্দী ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী। সনমান্দী ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইজাজুল হক, সনমান্দী ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা,সনমান্দী ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পনির হোসেন, সনমান্দী ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক সোহেল মোল্লা, বিএনপি নেতা রিজভী খন্দকার, ছাপার আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সনমান্দী ইউনিয়ন বিএনপি ও সংগঠনের নেতৃবৃন্দ।