নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারি সমিতিতে দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সেক্রেটারি জেনারেল আরো বলেন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে কোন বেকার আর বেকার থাকবে না কোন গৃহহীন গৃহহারা থাকবে না, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হবে।
উপস্থিত ডিলিগেটদের উদ্দেশ্যে তিনি বলেন আত্ম-মানবতার সেবায় মানুষের কল্যানে প্রত্যেকেকেই নিয়োজিত থাকতে হবে। দুর্নীতি আর দুঃশাসন রুখবে এবার জনগন। তিনি আরো বলেন এদেশের মানুষ অতীতে দিল্লির তাবেদারি মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেবেনা।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এড.মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে, মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসেন, এইচএম নাসির উদ্দিন, মহানগর কর্মপরিষদ সদস্য এবং থানা আমীর ও সেক্রেটারীগন উপস্থিত ছিলেন।