বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর গণসংযোগ  গোপালগঞ্জে এনসিপি’র উপর হামলার প্রতিবাদে সাইনবোর্ড এলাকায় মহাসড়ক অবরোধ গাছ শুধু রোপন করলেই হবে না এটিকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখতে হবে – মাওলানা আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে সৎ মাকে হত্যার ২৪ ঘন্টার মধ্যে দুই ছেলকে গ্রেপ্তার করলো র‍্যাব বিগত ছয় মাসে না’গঞ্জের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরলেন ডিসি দুই শহীদ পরিবারের খোজঁ নিলেন জামায়াত নেতা মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগে মোবাইল কোর্ট অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা যারা কটুক্তি করেন তারা সাবধান হয়ে যান : এড.টিপু কাশীপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ ইউএনও এর উদ্যোগে নবজাতকের নামে বৃক্ষরোপণ

এইচএসসি পরীক্ষার্থীদের বিএনপি নেতা এড. টিপুর শুভকামনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৩৪ 🪪

আগামীকাল থেকে সারা দেশে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সকল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বুধবার (আজ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভকামনা জানান এবং দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে এডভোকেট টিপু বলেন, “বিগত কয়েক বছর ধরে শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্য, পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বিশ্ববিদ্যালয় ভর্তি ও নিয়োগ পরীক্ষায় সরকারি আশীর্বাদপুষ্ট সিন্ডিকেটের কারণে দেশের শিক্ষাব্যবস্থা আজ ধ্বংসের মুখে। উত্তরপত্র মূল্যায়নে নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশনা, পরীক্ষায় অসদুপায় অবলম্বন এবং দলীয় বিবেচনায় অযোগ্যদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার মতো ঘটনা শিক্ষাব্যবস্থাকে আরও কলুষিত করেছে।”

তিনি আরও অভিযোগ করেন, “ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিলোপের অপচেষ্টা, জবাবদিহিতাহীন প্রকল্প ব্যয় এবং শিক্ষা উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেশের শিক্ষা খাতকে একটি আত্মবিনাশী প্রক্রিয়ার দিকে ঠেলে দিয়েছে।” এই পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তরুণ প্রজন্মের পক্ষে নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। টিপু বলেন, “এখন সময় এসেছে এই ধ্বংসস্তুপের মাঝে দাঁড়িয়ে দেশটাকে নতুনভাবে, নতুন উদ্যমে গড়ে তোলার।”

ভবিষ্যৎ প্রজন্মের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বিবৃতিতে বলা হয়, “আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ। আমরা আশা করি, সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে। তারা রাজনীতি বিমুখ না হয়ে রাজনীতি সচেতন হয়ে উঠবে এবং তাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বের দরবারে সম্মানের আসনে অধিষ্ঠিত হবে।”

বিবৃতির শেষে সকল পরীক্ষার্থীর বর্তমান ও ভবিষ্যৎ পথচলা সুন্দর ও সাফল্যমন্ডিত হওয়ার জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102