ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন হত্যা মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে বাদী পক্ষকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা।
বুধবার (২৫ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল ও ফতুল্লার সাধারণ জনগণের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে নিহত মামুনের স্ত্রী ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, “আসামিরা জামিনে বেরিয়ে এসে আমাদের হুমকি দিচ্ছে। আমরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে আছি। নানাভাবে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। আমরা প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা এবং মামুন হত্যার সুষ্ঠু বিচার চাই।”
বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে পরিচিত যুবলীগ ক্যাডার আক্তার ও সুমন বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা অপতৎপরতা চালাচ্ছে। তারা এই অপতৎপরতা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমীন শিকদার, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হাসান লিটন, এসকে শাহীন এবং ফতুল্লা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বাদল প্রধান।
বক্তারা বলেন, “মামুন হত্যা মামলার তদন্তকাজকে প্রভাবিত করার চেষ্টা চলছে। আসামিরা প্রভাবশালী হওয়ায় বিচার নিয়ে আমরা শঙ্কিত। অবিলম্বে আসামিদের এসব অপতৎপরতা বন্ধ করে মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে এবং দ্রুত বিচারের মাধ্যমে মামুনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”