জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং দলের সদস্য সচিবের ওপর ককটেল হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪শে জুন) বিকেল ৪টায় নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়, যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আহমেদুর রহমান তনুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণঅঞ্চল) শওকত আলী।
ক্ষোভ প্রকাশ করে শওকত আলী বলেন, “গত পরশু আমাদের কেন্দ্রীয় অফিসের নিচে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আমরা তখন বিষয়টিকে গুরুত্ব দেইনি। কিন্তু গতকাল যখন আমাদের দলের সদস্য সচিবের ওপর সরাসরি ককটেল নিক্ষেপ করা হলো, তখন আর চুপ করে থাকার কোনো সুযোগ নেই।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই ধরনের কাপুরুষোচিত হামলা করে ভয় দেখিয়ে এনসিপিকে আটকানো যাবে না। দেশের মানুষের অধিকার আদায় এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এনসিপি তার লড়াই চালিয়ে যাবে। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই আমরা এগিয়ে যাব।”
কর্মসূচিতে আরও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান, রূপগঞ্জ উপজেলা সমন্বয়ক ইউসুফ হোসেন, বন্দর উপজেলা সমন্বয়ক আশিক চৌধুরী অভি, আড়াইহাজার উপজেলা সমন্বয়ক প্রফেসর মোহাম্মদ মফিজুল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব জাভেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।