বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্বকী হত্যা ও দীর্ঘ বিচারহীনতার ১৪৮ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন না’গঞ্জে বৃক্ষমেলায় সেরা নার্সারীর পুরস্কার পেলো ভাই ভাই নার্সারী মেঘনা নদীর দূষণ নিয়ন্ত্রণে সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে আড়াইহাজারে হেফাজতের দোআ মাহফিল অনুষ্ঠিত অন্তবর্তীকালীন সরকার সংস্কার সংস্কার বলে নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে: টিপু  নবজাতক শিশুকে চারাগাছ উপহার দিয়ে শুভেচ্ছা জানালেন ইউএনও ফারজানা রহমান আগামী দিনে তরুন প্রজন্ম নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই : মামুন মাহমুদ  ব্যবসায়ী সাঈদের উপর হামলার প্রতিবাদে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নিন্দা  সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকাসক্ত ব্যক্তির বিএনপিতে ঠাঁই নেই: এড. সাখাওয়াত সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় যৌথবাহিনীর অভিযান

যত অসম্পন্ন কাজ রয়েছে সেগুলো  সম্পন্ন করবো: মাকসুদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১১২ 🪪
২০২৪ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সংবর্ধণা ও সনদ বিতরণী ২৩ জুন সোমবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের লক্ষণখোলা মাদ্রাসা সংলগ্ন নূর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে
বন্দর আদর্শ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি এইচ.এম আরিফ বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী তথা বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন।
এসোসিয়েশনের মহাসচিব আহাম্মদ শাহ মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা আলহাজ্ব আজীবুর রহমান,সমাজ সেবক শহীদুল হক সরকার,সোনারগাঁয়ের বিশিষ্ট শিক্ষাবিদ এ.কে.এম মহসিন,শিক্ষানুরাগী আব্দুস সোবহান,সিরাজুল ইসলাম,মুফতি আল আমিন,মুফতি মীর মোঃ নজরুল ইসলাম,মুফতি আশরাফ আলী নোমানী প্রমুখ। পরিশেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাকসুদ হোসেন  বলেন,কিন্ডার গার্টেন মানেই পরিচ্ছন্ন শিক্ষা ব্যবস্থা। যারা একটু সাবলম্বী তাদের সন্তানদেরকেই সাধারণত কিন্ডার গার্টেনে ভর্তি করান। তারপরও স্কুল কর্তৃপক্ষের অনেক ওয়ে থাকে যাদের সামর্থ নেই তাদেরকেও পড়ানোর সুযোগ করে দিয়ে থাকেন। মাকসুদ হোসেন আরো বলেন,বিগত দিনে আপনাদের ভালবাসা এবং সহযোগিতায় আমি ইউনিয়নের চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম। এখন নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করছি। আমাকে আপনারা ম্যান্ডেট দিলে এই আসনের যত অসম্পন্ন কাজ রয়েছে সেগুলো সম্পন্ন করবো। শুধু নির্বাচন নয় উপজেলা নির্বাচনের আগে এবং পরে আমি আমার এলাকার বাইরেও অনেক কাজ করেছি এখনো অনেক কাজ চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102