শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিতাইগঞ্জ এলাকায় ৫ আসনের এমপি প্রার্থী সিরাজুল মামুনের গণসংযোগ সেদিন যারা আমাকে হত্যা করতে চেয়েছিল, তারা বিএনপির কেউ নয়: এড. টিপু এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ জিয়া পরিবারকে নিয়ে কটুক্তি এদেশের জনগণ মেনে নিবে না-আতাউর রহমান না’গঞ্জ-৪ আসনে রিকশা প্রতীকে মনোনয়ন পেলেন হাফেজ মাওলানা আবু সাঈদ সিদ্ধিরগঞ্জ বিহারি ক্যাম্পে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক অনুদান প্রদান জুলাই দিবস উপলক্ষে শহীদদের স্মরনে না’গঞ্জ ডক্টরস ফোরামের দোয়া অনুষ্ঠিত সাংবাদিক জুয়েল রানার পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন  তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বন্দরে যুবদল নেতা হুমায়ুন কবিরের নেতৃত্বে বিক্ষোভ শহীদদের আত্মত্যাগ বুকে ধারণ করার আহ্বান জেলা প্রশাসকের

মাদক ব্যবসায়ী-সেবনকারী কাউকে ছাড় নয়: বন্দর থানার নতুন ওসির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১১৮ 🪪

বন্দর থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর লিয়াকত আলী মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, “মাদক ব্যবসায়ী কিংবা সেবনকারী, কাউকেই ছাড় দেওয়া হবে না।” বন্দরকে মাদকমুক্ত করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

রবিবার (২৩ জুন) দুপুরে নিজ কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইন্সপেক্টর লিয়াকত আলী বলেন, “বন্দরের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি চ্যালেঞ্জিং সময়ে আমাকে এখানে নিযুক্ত করা হয়েছে। আমি আপনাদের সকলকে সাথে নিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করে একটি স্বাভাবিক ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে চাই। আপনাদের আন্তরিক সহযোগিতা পেলে বন্দরবাসীর জন্য কাজ করা আমার জন্য সহজ হবে।”

মাদক নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “এলাকার বেশিরভাগ অপরাধের মূল উৎসই হলো মাদক। যদি আমরা বন্দরকে মাদকমুক্ত করতে পারি, তবে অপরাধমূলক কর্মকাণ্ড এমনিতেই কমে আসবে। এর ফলে বন্দরের স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ভাড়াটিয়ারাও নির্বিঘ্নে ও নিরাপদে বসবাস করতে পারবেন।”

তিনি বন্দরকে অপরাধমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, মাদক নির্মূলে পুলিশি অভিযান আরও জোরদার করা হবে।

সবশেষে, তিনি উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে সমগ্র বন্দরবাসীকে শুভেচ্ছা জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102