উপহার প্রদান কালে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ (সদর-বন্দর) ০৫ আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। এসময় তিনি বলেন জামায়াতে ইসলামী চার দফা নিয়ে কাজ করেন তার মধ্য একটি হলো সামাজিক উন্নয়ন। এই কাজটি সংগঠনের শুরু থেকেই করে আসছে। জামায়াতে ইসলামী। ক্ষমতায় যেতে না পারলেও এই কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ। তবে এই কাজটি আরো বড় পরিসরে ব্যাপক আকারে করতে হলে রাষ্ট্র ব্যবস্থাকে ইসলামী রাষ্ট্রে পরিচালিত হতে হবে। তাহলেই সর্বস্তরের মানুষের মাঝে ন্যায় বিচার ও সাহায্য প্রার্থীকে আরো বেশী সাহায্য করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, মানুষের বানানো আইন দিয়ে কখনোই দেশে শান্তি ফিরে আসবেনা। শান্তি পেতে চাইলে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
অসহায়দের মাঝে আর্থিক অনুদান ও টিন উপহার প্রদান অনুষ্ঠান এড.তাওফিকুল ইসলাম দিপুর সঞ্চালনায় বন্দর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এসময় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি আলহাজ্ব জানে আলম, জামায়াত নেতা কাজী জাহিদুল ইসলাম, আবদুস সালাম মোল্লা, হাফিজুর রহমান, জনতা ক্লাব সেক্রেটারি আনিছুর রহমান মোল্লা, ২নং ওয়ার্ড মেম্বার চানঁ শরিফ প্রধান, জাকির হোসেন, কামাল হোসেন, মাওলানা আবুল বাশার সহ স্থানীয় জামায়াত ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।