দেশব্যাপী বিএনপির নৈরাজ্য প্রতিহত ও ঢাকায় আগুন সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে।
রোববার (৩০ জুলাই) বিকাল ৪টায় নারায়াণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে না’গঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো. শহীদ বাদল।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদির, সদর থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নাজির মাদবর, শ্রমিকলীগ নেতা মুজিবুর রহমান, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক আজীজ,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নূর মোল্লা, সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, সদর থানা যুবলীগের সভাপতি এস টি আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, যুবলীগ নেতা আাশরাফ মামুন পাঠান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ নাজির হোসেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী,নুরু শিকদার সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে ২নং রেলগেটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সামনে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।