বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ন

ঢাকার শান্তি সমাবেশ সফল করতে নেতাকর্মী নিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি রনি’র যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ সফল করতে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন না’গঞ্জ কলেজের সাবেক ভিপি ও না’গঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জামির হোসেন রনি।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি নারায়ণগঞ্জ থেকে নেতাকর্মী নিয়ে যোগদান করেন। এ সময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখোরিত হয়ে উঠে রাজপথ। পরে মিছিলটি রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভার পার হয়ে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে যোগ দেয়।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিউল বাসার বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.আল আমিন,মোাহাম্মদ নাজির হোসেন, রাসেল শিকদার,জেলা ও মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রানা আহমেদ রবি,সোনারগাঁও উপজেলাস্বেচ্ছাসেবক লীগ সভাপতি পদপ্রার্থী আশিফ আহম্মেদ আনিস, জুয়েল খান,মো. আকরাম,এস এম সুমন, সাবেক সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শরীফ হোসেন শেখ সানি,মো. আরাফাত, মো. নিলয়,ইন্দ্রজিৎ রায়, মো.সুমন প্রধান,এবিএম মোহস সুন্নাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102