সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়া ও নুরুল ইসলাম সরদারের সুস্থতায় খাশি সাদকা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সনমান্দীতে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ‘জনতা আগে, নেতা পরে’: নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে আধুনিক রোডম্যাপ ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের ফতুল্লায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মাদ্রাসার ছাত্রদের নিয়ে মোহাম্মদ আলীর কোরআন খতম ও দোয়া নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি থাকবো ইনশাআল্লাহ; কোন গুজবে কান দিবেন না -মুফতি মাসুম বিল্লাহ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত নির্বাচনী পরিচালনা কমিটির সাথে যুব ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জামায়াত শুধু স্বাস্থ্যসেবা নয়,ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে – মইনুদ্দিন আহমাদ ত্বকী হত্যার ১৫৩ মাস: বিচারহীনতার প্রতিবাদে সোমবার আলোক প্রজ্বলন কর্মসূচি অসুস্থ আনিসুল ইসলাম সানির পাশে হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী

যেখানে অপরাজনিতি সেখানেই প্রতিরোধ – খোকন সাহা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৮৪ 🪪

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খোকন সাহা বলেছেন, যেখানেই বিএনপির অপরাজনীতি সেখানেই আমরা প্রতিরোধ করব। নারায়ণগঞ্জে আপনারা কেউ আমাদের নির্দেশের অপেক্ষায় থাকবেন না। বিএনপি যেখানেই জ্বালা-পোড়াও করবে সেখানেই দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

বিএনপি জামাত জোটের দেশবিরোধী চক্রান্ত ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। বুধবার (১৯শে জুলাই) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ নগরীর প্রেসক্লাবের সামনে এ কর্মমসূচী পালন করে মহানগর আওয়ামী লীগ। এসময় এ্যাড,
খোকন সাহা বলেন, ২০০১ সালের পর থেকে আমরা অনেক নির্যাতন সহ্য করেছি। এই নির্যাতন সহ্য করে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি। আওয়ামী লীগের অনেক অর্জন রয়েছে এই অর্জনকে আমরা ভূলুণ্ঠিত হতে দেব না।

তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় ফিরে যাওয়ার কোন সুযোগ নাই। ওরা (জামাত বিএনপির) তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা বাতিল করেছিল। এখন ওরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আগুন সন্ত্রাস করছে। পবিত্র জাতীয় পতাকাকে আগুন দিয়ে পুড়িয়েছে। বিএনপি জামাতকে বন্ধ করতে হবে অপরাধনীতি।
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের স্বার্থে ও ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বার্থে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। ঘরে ঘরে গিয়ে সারা বাংলাদেশে যে উন্নয়নের ছোঁয়া লেগে গেছে তা আপনাদেরকে প্রচার করতে হবে।
তিনি আরও বলেন, আমরা চাই যারা হিরো আলমকে আঘাত করেছে তাদের বিচার করা হোক। হিরো আলমকে আঘাত করেছে ঢাকা দক্ষিণ যুবদলের অন্যতম সদস্য ইমরান খান। আমার কাছেও দলের কাছের প্রমাণ রয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশকে সফল করার লক্ষ্যে বিকেল তিনটা থেকেই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. খোকন সাহার সঞ্চালনায় শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার আলী পুতুল, রবিউল হোসেন, এ্যাড. হান্নান আহমেদ দুলাল, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মাহমুদা মালা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, দপ্তর সম্পাদক এ্যাড. বিদ্যুৎ কুমার সাহা, প্রচার সম্পাদক এ্যাড. হাবিব আল মুজাহিদ পলু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ওয়াজেদ আলী খোকন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আতিকুর রহমান সোহেল, সদস্য শিখণ সরকার শিপন, সাখাওয়াত ইসলাম সুমন, এস এম পারভেজ, বদরুজ্জামান বদু, মনিরুজ্জামান মনির, শাহ্ জামাল খোকন, রমজান আলী, মহানগর কৃষক লীগের আহ্বায়ক কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা মহিলা লীগের সভানেত্রী কাউন্সিলর মনোয়ারা বেগম, জেলা মহিলা শ্রমিক লীগের সভানেত্রী শামিম আরা লাভলী, মহানগর আওয়ামী তাঁতীলীগের আহ্বায়ক শাহেদ চৌধুরীস, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102