শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন: দিপু নারায়ণগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়নে মাসুদের আশ্বাস, প্রশংসায় এলাকাবাসী এসএসসি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণদের এড. সাখাওয়াত এর শুভেচ্ছা সবুজের পথে নারায়ণগঞ্জ: এক লক্ষ বৃক্ষরোপণের মাইলফলক অর্জন কবর জিয়ারতের মাধ্যমে ‘ওয়ারিয়র্স অব জুলাই নারায়ণগঞ্জ’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ড জামায়াতের উদ্যােগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত  সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ড জামায়াতের উদ্যােগে বিশিষ্ট জনদের নিয়ে মতবিনিময় সভা জুলাই সনদের স্বীকৃতি ও শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে – মমিনুল হক সরকার শেখ হাসিনার সময়ে নারায়ণগঞ্জে অনেক গডফাদার সন্ত্রাসী তৈরি হয়েছে : মুহাম্মদ গিয়াসউদ্দিন

ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে মহানগর যুবদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৬৭ 🪪

আগামী ২২ জুলাই রাজধানীর পল্টনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘দেশ বাঁচাও তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

এ উপলক্ষ্যে সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নগরীর খানপুর হাসপাতাল সংলগ্ন সড়কে এক সমাবেশের আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করিম পল।

লিফলেট প্রদানের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সারা বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি, অর্থনীতি সহ বিভিন্ন কারনে নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ স্থান। আজকে সারাদেশে রব উঠেছে। দিনের ভোট রাতে হয়েছে। আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের সম্পদ লুন্ঠন করা হয়েছে। হাজারো লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। বাংলাদেশে গুম, খুনের রাজনীতির সূচনা হয়েছে, ৭ থেকে ৮’শ নেতাকর্মীকে গুম করা হয়েছে। ৩৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজকে বাংলাদেশের জনগণের জীবন-মানের যে সমস্যা সেটা থেকে দেশবাসীকে পরিত্রানের জন্য তিনি কারাবরণ করেছেন। আমরা এই আন্দোলনের মাধ্যমে তাকে কারাগার থেকে মুক্ত করবো।এছাড়াও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দক্ষিন এশিয়ায় একটি ইতিহাস সৃষ্টি করেছেন। যিনি আজকে দেশের বাইরে থেকেও এ সরকারকে জনগণের মুখোমুখি করেছেন। তারেক রহমানের নির্দেশে আগামীতে যে আন্দোলন সংগ্রাম হবে সেখানে আপনারা ঝাঁপিয়ে পরবেন। এরই ধারাবাহিকতায় আগামী ২২ তারিখ যে সমাবেশ হবে সেখানে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ যুবদলকে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে লিফলেট বিতরণ করা হয়। এসময় নারায়ণগঞ্জ
মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুর সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর,সহ,-সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সাইদুর রহমান সোহেল, জাবেদ হোসেন, সদস্য সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের যুগ্ন মোয়াজ্জেম হোসেন মন্টি, মাজহারুল ইসলাম যোসেফ, মশিউর রহমান রনি, শাহেদ আহমেদ সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102